X

বন্ধ হলো চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের অনকোলোজি বিভাগ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ এপ্রিল, ২০২০, মঙ্গলবার
আজ থেকে বন্ধ হলো চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের অনকোলোজি বিভাগের কার্যক্রম। গতকাল রাতে প্রকাশিত কোভিড-১৯ আক্রান্তদের তালিকার ভিত্তিতে অনকোলোজি বিভাগে চিকিৎসারত একজন রোগী কোভিড ১৯ পজিটিভ হওয়ায় বিভাগটির সব কার্যক্রম বন্ধ রাখা হয়।

গত ১৫ এপ্রিল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৫ বছর বয়সী এক রোগী অনকোলোজি বিভাগে কেমোথেরাপির জন্য ভর্তি হন। তার কোন জ্বর, কাশি জাতীয় উপসর্গ ছিল না এবং আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসার কথাও জানা যায় নি।

পরবর্তীতে ১৯ এপ্রিল রোগীর অবস্থার অবনতি হতে থাকে, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ২১ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় এবং রোগীকে আইসোলেশনে রাখারও ব্যবস্থা করা হয়।
যার রিপোর্ট প্রকাশিত হয় ২৭ এপ্রিল রাতে, ছয় দিন পর!

বর্তমানে হেমাটো-অনকোলোজি বিভাগের দুজন বিভাগীয় প্রধান, কর্মরত ৫ জন চিকিৎসক ও ৭ জন নার্সসহ অন্যান্য কর্মচারীরা হোম কোয়ারেন্টাইনে আছেন।

নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post