X

ফ্রান্সে লকডাউনের পর বিদ্যালয়ে গিয়ে ৭০ শিশু করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম নিউজ, ২৯শে মে, ২০২০, শুক্রবার
লকডাউন শেষে স্কুল খোলার পর ফ্রান্সে ৭০ জন নার্সারি ও প্রাইমারিতে পড়ুয়া শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী জিয়ান মাইকেল ব্লানকোয়ের।

দীর্ঘ দুই মাস লকডাউনের পর ১১ মে থেকে খোলে ফ্রান্সের ৪০ হাজার নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়। তাদের মধ্যেই আক্রান্ত হয়েছে ৭০ জন শিশু। তবে ব্লানকোয়ের বলেন, সংখ্যা বিবেচনায় ১.৪ মিলিয়ন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন আক্রান্ত হওয়াটা খুবই নগণ্য। তাছাড়া এই সংখ্যা স্কুল বন্ধ থাকলেও এমনই হতো, এমনকি এই সংক্রমণের অধিকাংশই স্কুলের বাহিরেই ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন,

“স্কুলে না যাবার ফলাফল হবে এর চেয়েও ভয়াবহ। কয়েক মাসের জন্য গোটা এক প্রজন্ম শিশুদের বিদ্যালয়ে না যেতে দেয়া খুবই ক্ষতিকর।

Tahsin Labiba Tanha:
Related Post