X

ফেনী মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর দ্বিতীয় পুনর্মিলনী এবং ইফতার আয়োজন

জন্মসূত্রে তারা সবাই এক। একই আলো একই বাতাসে বেড়ে উঠা এক ঝাঁক তরুণ-তরুণী।
বর্তমান প্রাতিষ্ঠানিক পরিচয়ে তারা আবার একই পথের সহযাত্রী।
বলছিলাম Feni Medical & Dental Students Association – FMDSA এর কথা।
ফেনীর স্থায়ী বাসিন্দা যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি – বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ছাত্রছাত্রী তাদের নিয়ে গড়ে উঠা আঞ্চলিক সংগঠন এই FMDSA।

গত ২৪ জুন দ্বিতীয়বারের মত ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডস্থ ‘র‍্যাডিক্স হোটেল’ এ আয়োজিত হয় তাদের মিলনমেলা এবং ইফতার আয়োজন।

উক্ত মিলনমেলায় হবু ডাক্তার দের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ফেনী জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিএমএ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি – সাধারণ সম্পাদক সহ চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ।

একঝাঁক তরুণ ভাবি ডাক্তারের আলোচনা, পরিচয়, কথা আর আনন্দ ভাগাভাগিতে মুখরিত ছিল আয়োজন স্থল।
এছাড়া ছিল চিকিৎসক অভিভাবক বিএমএ এবং বিডিএস এর নেতৃবৃন্দের দিকনির্দেশনা।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ফেনী জেলার সার্বিক সহযোগিতায় এবারের আয়োজক হিসেবে ছিলেন;
মীর শওকত নেওয়াজ নিরব,
ডা. এবিএম সানজিদ
মো. নুরুল আফসার রাজু,
মো. আবুল হাসেম রায়হান,
,কানিজ ফাতেমা নিশি,
মোহাম্মদ আরাফাত,
নাবিলা নাজরিন,
সাইফুল ইসলাম ফয়সাল,
আজরা সাবিহা হক মৌরিন,
আবদুল্লাহ তোহিদ,
ইমাম হোসাইন মামুন সহ আরী অনেক উদ্যমী হবু ডাক্তার।

এবারের আয়োজন ছিলো আগের চেয়ে অনেক বেশী পরিণত এবং অনেক বেশী গুছানো।
আগামীতে সামনের দিকে আরও বেশী এগিয়ে যাওয়া ও নিজ জেলা ফেনীর জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সবাই।

বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকায় সমাজসেবায় সাহায্য করা এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ রক্ষায় মিলনমেলা আয়োজনের প্রতিশ্রুতিতেই শেষ হয় এবারের আয়োজন।

কার্টেসীঃ

রায়হান আবুল হাসেম
(শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ)

মীর শওকত নেওয়াজ নিরব:
Related Post