X

দেশের দুঃসময়ে ‘ত্রায়ক’- এর মানবিক কার্যক্রম

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ মে ২০২০, বুধবার:

করোনা ভাইরাসের ক্রমাগত সংক্রমণে দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে, অন্যদিকে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সম্মুখ সমরে অবতীর্ণ আছেন দেশের চিকিৎসক সমাজ। দেশের এই ক্রান্তিলগ্নে টাঙ্গাইল ভিত্তিক অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রায়ক’ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল (১২ এপ্রিল) সকাল ৯ টায় ত্রায়কের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা যোদ্ধাদের জন্য ১০০ টি জীবাণুরোধী সুরক্ষা সামগ্রী (ফেস সিল্ড) পৌঁছে দেওয়া হয়। হাসপাতালের হয়ে তত্ত্বাবধায়ক ডা. মো. সদর উদ্দিন ত্রায়কের আহ্বায়ক আতিক রহমানের হাত থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন। ত্রায়কের সাবেক সভাপতি শোভন কুমার ঘোষ এবং সাবেক প্রচার সম্পাদক জয়ন্ত বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।

দেশের করোনা পরিস্থতির শুরু থেকেই ত্রায়কের পক্ষ থেকে ৯ জন ডাক্তারের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম টেলিমেডিসিন সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছেন।

এছাড়াও খাদ্যসামগ্রী নিয়ে অসহায় ও সম্বলহীন পরিবারগুলোর পাশে থাকার প্রয়াস দেখিয়েছে ত্রায়ক। এ যাবৎ টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় দুই শতাধিক দরিদ্র পরিবারকে ১ সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যের জোগান দিয়েছে তারা। তাদের এ তালিকায় প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি পেঁয়াজ ও দুটি করে জীবাণুনাশক সাবান।

অধ্যবধি ত্রায়কের এসব কার্যক্রম চলমান রয়েছে। একজন স্বেচ্ছাসেবক জানান, দেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখবেন।

নিজস্ব প্রতিবেদক/আব্দুল্লাহ আল মারুফ

Abdullah Al Maruf:
Related Post