X

ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের বিজয় উদযাপনঃ বিজয় ৭১

গত বছর ঢাকা ডেন্টাল কলেজে উন্মোচিত হয়েছিলো দেয়ালিকা ‘বিজয় নিশান’। পতাকার উপর এক টুকরো বাংলাদেশকে ধারণ করার প্রচেষ্টা করেছিলো ডি -৪৮ আর ডি-৪৯ ব্যাচের শিক্ষার্থীরা। চাওয়া ছিলো একটাই সবার মধ্যে বিজয়ের চেতনা ছড়িয়ে দেয়া।’বিজয় নিশান্ִ যেন ক্যাম্পাসটায় প্রাণ সঞ্চার করে রেখেছিলো পুরো একটি বছর। তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। গত বছরের ধারাবাহিকতায় এবারো কলেজ প্রাংগণে আজ উন্মোচিত হলো ‘বিজয় ৭১ ‘।

ডি-৫০্ִ ব্যাচের এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের প্রশংসা কুড়িয়েছে। বিজয়ের চেতনার স্মারক স্বরুপ কলেজ প্রাংগণে নতুন মাত্রা যোগ করেছে। অসুস্থতাজনিত কারণে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা.এস.এম ইকবাল হোসেন দেয়ালিকা উন্মোচনে উপস্থিত থাকতে না পারলেও কলেজের শিক্ষার্থীদের এই প্রচেষ্টার সাধুবাদ জানিয়েছেন তিনি।

প্রতিবেদনটি প্রস্তুত করেছেন ঢাকা ডেন্টাল কলেজ প্রতিনিধি সাবরিনা আব্বাস

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post