X

ডায়ালাইসিস পরবর্তী জটিলতায় বিএসএমএমইউ’র ডার্মাটোলজী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১০ এপ্রিল, ২০২১, শনিবার

আজ ১০ এপ্রিল, ২০২১ পোস্ট ডায়ালাইসিস জটিলতায় মৃত্যুবরণ করেন বিএসএমএমইউ’র ডার্মাটোলজী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোঃ এ বি এম মুসা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ শনিবার দুপুরে আনুমানিক ১.৪৫ এর দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন পরে বিএসএমএমইউ’র কার্ডিয়াক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে আজ দুপুরে পোস্ট ডায়ালাইসিস পরবর্তী জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন।

গাজীপুরের স্বনামধন্য চিকিৎসক ডা. মোঃ এ বি এম মুসা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ২০ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী পরিবারের সক্রিয় সদস্য। পরবর্তীতে তিনি বিএসএমএমইউ’র ডার্মাটোলজী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৫৫ বছর।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post