X

ডাক্তার নিজ উদ্যোগেই তৈরি করছেন ফেস-শিল্ড

প্ল্যাটফর্ম নিউজঃ ২৭ এপ্রিল, ২০২০

দেশের এই দুর্দিনে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এমন সময়ে কেউ যদি এতটুকু দিয়েও সাহায্য করে, তবে হৃদয়ে তার জন্য একটা জায়গা তৈরী হয়ে যায়।

করোনার এই পরিস্থিতিতে মাস্ক, পিপিই, স্যানিটাইজার এটা-সেটা কিনতে কিনতে রীতিমতো পেরেশান হয়ে যাচ্ছেন ডাক্তাররা৷ একদিকে যেমন সেগুলোর আকাশচুম্বী দাম, তেমনি বাজার জুড়ে অপ্রতুলতা।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং ‘অর্থপেডিক্স’এর রেজিস্ট্রার ডা. শাকিল সালেকিন ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে নিজের ডিউটির বাইরে অবসর সময়ে নিজ উদ্যোগে ডাক্তারদের জন্য বিনামূল্যে ফেস-শিল্ড তৈরি করে দিচ্ছেন।

যেখানে প্রতিটি ফেস-শিল্ড এর বাজারমূল্য ৩০০ টাকার উর্ধ্বে, সেখানে কয়েক শত ফেস শিল্ড নিজ খরচে এবং নিজ হাতে বানিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এই দূর্যোগ মুহূর্তে যারা এভাবে নিজেদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসছেন, জাতির তাদের স্মরণ করা উচিত এবং করবেই।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

Platform:
Related Post