X

জাতিসংঘের ইতিহাসে প্রথম কন্টিনজেন্টের নারী কমান্ডার হিসেবে সম্মাননা পেয়েছেন কর্নেল ডা. নাজমা

জাতিসংঘে মেডিকেল খাতে সহায়তার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দি ইয়ার ২০১৬’ পেয়েছেন কর্ণেল নাজমা বেগম

 নারী কমান্ডার হিসেবে আইভরিকোস্টে দৃষ্টান্তমূলক নেতৃত্ব এবং জাতিসংঘকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল ডা. নাজমা বেগম পেলেন জাতিসংঘের বিশেষ সম্মাননা। এছাড়া তিনি ২০১৬ সালের জন্য ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য জাতিসংঘ কর্তৃক নির্বাচিত হয়েছেন।

গত ১৬ আগস্ট মেডেল প্যারেড অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ম্যাডম আইচাতু মিনদৌদো কর্নেল ডা. নাজমা বেগম এবং তার দলকে বিশেষ সম্মাননা জানান। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি অনুপস্থিত থাকায় তার পক্ষে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এমবাই বাবাকার সিসি কর্নেল ডা. নাজমা বেগমের হাতে সম্মাননা তুলে দেন । ওই সময় ফোর্স কমান্ডার মেজর জেনারেল দিদিয়ার এল’অতে এবং ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম’বেমবা এম কেইতা উপস্থিত ছিলেন।

কর্নেল নাজমা বেগম রংপুর মেডিকেল থেকে ১৯৮৫ সালে এমবিবিএস পাশ করেছেন।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে,কর্নেল  ডা. নাজমা বেগমের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।

সুত্র ঃ যায়যায়দিন

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (1)

Related Post