X

জরুরী সেবার মানোন্নয়নে সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে “ক্র্যাশ কার্ট” উদ্বোধন

মঙ্গলবার, ১৭ই মার্চ,২০২০ খ্রিস্টাব্দ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরূরী সেবার মান উন্নয়ন করতে উদ্বোধন করা হল “ক্র্যাশ কার্ট”। আজ ১৭ই মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ ইং তারিখ মঙ্গলবার হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া মোট চারটি ক্র্যাশ কার্টের উদ্বোধন করেন। মূলত “ক্র্যাশ কার্ট” এমন এক ধরনের ট্রলি যা কিনা সাধারণ ওষুধ থেকে শুরু করে সার্জারি, মেডিসিন ও গাইনোকলজি বিভাগের যে কোনো জরুরী রোগীর সেবাদানে ব্যাবহৃত প্রায় ১৫০ এর মত যন্ত্র একাই বহন করতে সক্ষম। এছাড়াও এই একই ট্রলিতে আরো বহন করা যায় ইসিজি, নেবুলাইজার, ইনটিউবেশনের যন্ত্রসমূহ, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের প্রয়োজনীয় যন্ত্র, পাল্স অক্সিমেট্রির মত প্রভৃতি প্রয়োজনীয় যন্ত্র।

হাসপাতালটির মহাপরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও ডা. মামুন মোর্শেদ এর তত্ত্বাবধানে এবং ক্যাজুয়ালটি বিভাগের ডা. প্রণব, ডা. ফরহাদ ও ডা. কাজু এর নিরলস পরিশ্রমে হাসপাতালটিতে এই ব্যবস্থা চালু করা সম্ভব হয় বলে জানা যায়। জরূরী ভিত্তিতে কোনো রোগীর চিকিৎসায় চিকিৎসক এবং রোগী উভয়ের সময় বাঁচিয়ে সেবার মান আরো ত্বরান্বিত করতে এই “ক্র্যাশ কার্ট” বিশেষ সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালটির চিকিৎসকগণ।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post