X

ক্লিনিক্যাল ফেলোশিপ @ ICDDR,B | ক্যারিয়্যার টিপস | জব কর্নার

Job opportunity at icddr,b.

ক্যারিয়ার টিপসঃ

যারা icddr,b তে নিজেদের ক্যারিয়ার করতে ইচ্ছুক, আমার মতে তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হল ক্লিনিক্যাল ফেলো হিসেবে জয়েন করা। এখানে যারা অনেক কাজের প্রেসারেও ভালভাবে ২ বছর টিকে থাকতে পারে, তারাই সাধারণত পরবর্তীতে অন্যান্য সিনিয়র পোস্টে সহজে যেতে পারে। এই পোস্টে যারা রিটেন এবং ভাইভায় ভাল করে, তাদের প্যানেল করে রাখে। এরপর ফাঁকা হলে আস্তে আস্তে নেয়। একবারে কতজনের প্যানেল করে, তার কোন ঠিক নাই। আমাদের সময় (২০১৪ সালে) ৩৯ জনের প্যানেল করেছিল (আমি ছিলাম ৩০ তম)। আমাদের রেজাল্ট দিয়েছিল মার্চে। আমি অক্টোবরে জয়েন করি।

ক্লিনিক্যাল ফেলোঃ https://career.icddrb.org/vacancy-preview/10532

-Gazi Salahuddin

ওয়েব টিম:

View Comments (1)

Related Post