X

কোলন ক্যান্সারে মমেকের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপকের মৃত্যু

ছবিঃ শোক সংবাদ।

প্ল্যাটফর্ম নিউজ, ২০ সেপ্টেম্বর, ২০২০, রবিবার

আজ ২০ সেপ্টেম্বর, ২০২০(রবিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শ্রদ্ধেয় ডা. পিযুষ চক্রবর্তী কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ সকাল ৭.৩০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। শেষে বেশ কয়েকদিন ময়মনসিংহ লিবার্টি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন। পরবর্তীতে আজ সকাল ৭.৩০ ঘটিকায় সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রদ্ধেয় অধ্যাপক ডা. পিযুষ চক্রবর্তী ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের একজন মেধাবী ছাত্র। পরবর্তীতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি একজন ভাল চিকিৎসকের পাশাপাশি অত্যন্ত সহজ সরল মনের অধিকারী ছিলেন এবং ছাত্র-ছাত্রীদের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত।

Sadia Kabir:
Related Post