X

কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত টিউশন ফি নিবে না প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন ২০২০, রবিবার

কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই দেশের সকল মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অতিরিক্ত টিউশন ফি নিবে না বলে ঘোষণা দিয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ বছর তথা ৬০ মাসের টিউশন ফি প্রদান করতে হয়। বর্তমান পরিস্থিতিতে সেশন লস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যাতে করে শিক্ষার্থীদের অতিরিক্ত টিউশন ফি প্রদান করতে হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র ৫ বছর বা ৬০ মাসের টিউশন ফি প্রদান করবে বলে গতকাল এক নোটিশে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে যতদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ততদিন হোস্টেল ফিও দিতে হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান এর নির্দেশে উপাধ্যক্ষ ডা. এ এস এম শহীদুল্লাহ আজ শনিবার এই নোটিশ প্রদান করেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের এই সিদ্ধান্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Firdaus Alam:
Related Post