X

কোভিড-১৯ নমুনা প্রদানঃ চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিএমএ’র নিয়মাবলি

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২০, শনিবার
করোনা ভাইরাসের লক্ষণযুক্ত চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার নমুনা প্রদানের নিয়মাবলি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। আজ (৬ জুন) একটি চিঠির মাধ্যমে এ ব্যাপারে জানান বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী।

করোনা ভাইরাসের লক্ষণযুক্ত চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের নমুনা প্রদানের ক্ষেত্রে এ নিয়মাবলিতে জানানো হয়,

  • নমুনা সংগ্রহের সময়ঃ শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত। প্রতি বুথে প্রতিদিন ৩০ টি নমুনা সংগ্রহ করা হবে।
  • নাম অন্তর্ভুক্তির সময়ঃ প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১২.০০ ও সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ৯.০০ টার মধ্যে বুথ দুটির দায়িত্বে থাকা চিকিৎসকদের সাথে যোগাযোগের মাধ্যমে নাম অন্তর্ভুক্তি করাতে হবে।

 

বুথ-১
স্থানঃ ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল,
শের-ই-বাংলা নগর, ঢাকা।
যোগাযোগঃ ডা. মোঃ শফিউল বাবুল
সহকারী অধ্যাপক, আর এস (ইউরোলজি),
নিকডু এবং
সেন্ট্রাল কাউন্সিল সদস্য (ঢাকা), বিএমএ।
যোগাযোগঃ ০১৭১৬-১৭২০৭৩

বুথ-২
স্থানঃ আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক,
আজিমপুর, ঢাকা।
যোগাযোগঃ ডা. ফারুক মহসিন
এম ও সি এস, ঢাকা।
যোগাযোগঃ ০১৭১৭-০৩১১৩৪

নমুনা সংগ্রহের সুবিধার্থে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত চিকিৎসকদের আজিমপুর (বুথ-২) এ এবং ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত চিকিৎসকদের ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল (বুথ-১) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়। এছাড়া যেসকল প্রতিষ্ঠানে আরটিপিসিআর মেশিন আছে সে প্রতিষ্ঠানের চিকিৎসকরা নিজ নিজ প্রতিষ্ঠানে নমুনা প্রদান করতে পারবেন জানানো হয় এ চিঠিতে।

Subha Jamil Subah:
Related Post