X

কোভিড-১৯ এ মৃত্যুবরণ করলেন কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার একজন স্বনামধন্য চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৮ জুলাই, ২০২০

করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. আবু বকর সিদ্দিক। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি একজন জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন। কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার তিন জন চিকিৎসকের অন্যতম একজন চিকিৎসক ছিলেন তিনি। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী, চার পুত্র, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন (সোমবার) দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

অংকন বনিক:
Related Post