X

কোভিড-১৯ এ প্রাণ হারালেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন চিকিৎসক। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন অধ্যাপক ডা. শামসুল হুদা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং একই মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। বাংলাদেশের মেডিকেল বায়োকেমিস্ট্রির অন্যতম পথিকৃৎ ডা. শামসুল হুদা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

করোনা ভাইরাসের সংক্রমণজনিত জটিলতায় রাজধানী ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ এ (ICDDR, B) চিকিৎসাধীন অবস্থায় আজ (২৬ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

অংকন বনিক:
Related Post