X

কোভিড-১৯ এ এবারে শহীদ হলেন একজন গাইনি বিশেষজ্ঞ

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে ২০২০, মঙ্গলবার
কোভিড-১৯ মহামারির মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরো একটি নাম। ইদ-উল-ফিতরের পরদিনই আজ ২৬ মে ইন্তেকাল করেন গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

ডা. আমিনা খান নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে গাইনি ও অবস কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ডা. আমিনা খানের হাতে জন্ম নেয়া বর্তমানে লন্ডন প্রবাসী কাওসার সিদ্দিকী জানান,

“এই পৃথিবীতে আমার জন্মের পর যে মানুষটা আমাকে প্রথম স্পর্শ করছে, আমি চোখ মেলে হয়তো যে মানুষটাকে প্রথম দেখেছিলাম, তিনি ডা. আমিনা খান। শুধু আমি না, আমরা তিন ভাইবোনসহ পরিচিত অসংখ্য মানুষের জন্ম ডা. আমিনা খানের হাত ধরে। জীবদ্দশায় অগনিত বার আমার সাথে দেখা হয়েছে তার সাথে। তার হাতে আমার জন্ম বিধায় তার প্রতি কেমন জানি একটা ভালো লাগা কাজ করত। খুব সম্মান করতাম।”

Platform:
Related Post