X

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাবি শিক্ষক

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুন ২০২০, মঙ্গলবার
৩১ মে (রোববার) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাকিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালে যোগদান করেন।

অধ্যাপক ড. শাকিল গত ২৫ রমজানের দিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন,

‘আমাদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল মারা গেছেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আবুল খায়ের ভবনে আবাসিক থাকতেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’

শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী এবং শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামালও।

Silvia Mim:
Related Post