X
    Categories: COVID-19

কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শঃ কখন টেস্ট করাবেন

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে, ২০২০, মঙ্গলবার
ডা. মো. রিজয়ানুল করিম শামীম

যারা কোন কারণে করোনা সংক্রমিত কারো সংস্পর্শে/কন্টাক্ট এ এসেছেন, তারাই তাড়াহুড়ো করে টেস্ট করাচ্ছেন। এক্ষেত্রে সংক্রমণ যে মাত্রায় গেলে অথবা ভাইরাল লোড যে পরিমান হলে, টেস্ট রেজাল্ট পজিটিভ হবে সে সময়টুকু তারা দিচ্ছেন না। এতে করে নেগেটিভ রেজাল্ট আসতে পারে।

টেস্ট নেগেটিভ হওয়ার সাতদিন পর পজিটিভ হলেও অবাক হওয়ার কিছু নেই। সে ব্যক্তি নিজের পাশাপাশি অন্যের জন্যও বিপদ ডেকে আনবেন।

কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তির টেস্ট করানোর ক্ষেত্রে-

*নিজেদের কোয়ারেন্টাইনে রেখে উপসর্গ দেখা দেয়া পর্যন্ত অপেক্ষা করুন। অথবা,
*উপসর্গ না দেখা দিলে কোয়ারেন্টাইন এর সময় পার করে পরীক্ষা করে নিশ্চিত হউন।

আমরা যদি নিয়ম মেনে উপসর্গ জেনে পরীক্ষা করি; তাতে পরীক্ষার ফলাফল এবং যৌক্তিকতা দুটোই সঠিকভাবে অনুসৃত হবে। মনে রাখতে হবে, স্ক্রিনিং ও ডায়াগনস্টিক টেস্ট এর ব্যবহার বা প্রয়োগ ভিন্ন।
পরীক্ষা অবশ্যই করতে হবে। তাই বলে শুধু শুধুই বা অসময়ে পরীক্ষা কোনই সুফল আনবে না।
সময়, শ্রম আর অর্থ অপচয় করার বিলাসিতা, এমন সীমিত সুযোগ ও সম্পদের দেশে না করাই বুদ্ধিমানের কাজ।
(ঈষৎ পরিবর্তিত)

Platform:
Related Post