X

কিশোরগঞ্জে অসহায় মানুষদের পাশে সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২০, সোমবার

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কবলে পড়ে যখন সকল শ্রেণীপেশার মানুষ দ্বিধাগ্রস্ত, তখন ‘ঈদের হাসি’ নামক ইভেন্টের মাধ্যমে সন্ধানী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল এগিয়ে এসেছে দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে। এরই অংশ হিসেবে ৭০ টি পরিবারের কাছে গতকাল (১৭ মে) পৌঁছে দেওয়া হয়েছে ঈদ উপহার সামগ্রী। প্রতিটি পরিবারের কাছে ৩ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, সয়াবিন তেল ১ লিটার, ১ প্যাকেট সেমাই পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল সুমন, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান সজল, উপদেষ্টা দেবাঞ্জন পন্ডিত, সভাপতি সাদ আবদুল্লাহ সোহেল, আসিফ মুশফিক ও শাশ্বত দাস।
উল্লেখ্য, সন্ধানী সারা দেশেই এবার স্থানীয় সংস্থা গুলোর সাথে যোগ বন্ধন করে ত্রাণ বিতরণ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক/আনিসুর রহমান রিয়াদ

Abdullah Al Maruf:
Related Post