X

কার্ডিয়াক এরেস্টে চমেকের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের প্রয়াণ

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকদের মৃত্যুর মিছিল থামছেই না। এবার না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা কামাল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তিনি ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৩ জুলাই) রাত ৯ টায় মৃত্যুবরণ করেন।ডা. কামাল ডায়াবেটিসের উচ্চঝুঁকিতে ছিলেন এবং যক্ষার উপসর্গে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।

তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এর সাংগঠনিক সম্পাদক এবং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর কার্ডিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। উল্লেখ্য, ডা. কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ১৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

 

Nahid Niaz:
Related Post