X

রংপুরে শুরু হলো সীমিত পরিসরে দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুন ২০২১, শনিবার

আজ ১৯ জুন (শনিবার) রংপুরে শুরু হলো সীমিত পরিসরে দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম। আজ রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চীনের সিনোফার্ম ভ্যাক্সিনের ১ম ডোজ প্রদানের মাধ্যমে ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

ভ্যাক্সিনেশন কার্যক্রম উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম নূরন্নবী লাইজু, রংপুর বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. জাকিরুল ইসলাম লেলিন, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, রংপুর জেলার জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলার সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং ইন্সটিটিউট, ম্যাটস এবং আইএইচটি’র শিক্ষার্থীরা ভ্যাক্সিনেশন এর আওতায় আসবে।

 

 

Silvia Mim:
Related Post