X

করোনা ভাইরাসে মৃত্যুবরণ করলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

করোনা মহামারীতে শহীদদের সাথে এবার যুক্ত হলেন এম এইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ক্যাপ্টেন ডা. মাজহার হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ১৩ এপ্রিল,২০২১ মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছিলেন। পরবর্তীতে আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ক্যাপ্টেন ডা. মাজহার হোসেন ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ৩য় তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে চিকিৎসক পদে নিযুক্ত হন। এরপর আর্মি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে রাজধানী এম এইচ শমরিতা হাসপাতালের একজন পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। চিকিৎসা পেশার পাশাপাশি এর সাথে অন্যান্য ব্যবসায়িক কাজেও জড়িত ছিলেন তিনি। মৃত্যুপূর্বে তাঁর বয়স ৬৫ বছর হয়েছিলো।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post