X
    Categories: COVID-19

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেসপিরেটরী মেডিসিনের সহকারী অধ্যাপকের প্রয়াণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি ২০২১, বুধবার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের আরো এক চিকিৎসক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক (স্বপন)।

জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ৬ জানুয়ারি, ২০২১ রোজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল ১০:০০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. জীবেশ কুমার প্রামাণিক (স্বপন) রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। পরবর্তীতে ২২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিকের অকাল প্রয়াণে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

হৃদিতা রোশনী:
Related Post