X

করোনা পরবর্তী জটিলতায় নেপালে নিযুক্ত WHO এর সাবেক প্রকল্প পরিচালকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, রবিবার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর করোনা পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন নেপালে নিযুক্ত ডাব্লিউএইচও এর সাবেক প্রকল্প পরিচালক বাংলাদেশের চিকিৎসক ডা. মোহাম্মদ সামসুল ইসলাম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২৬ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার নিউইয়র্ক সময়ের ভোর ৬ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি গত ১৬ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে কোভিড নেগেটিভ হলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি বাংলাদেশী এই চিকিৎসকের। কোভিড-১৯ পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. মোহাম্মদ সামসুল ইসলাম নেপালে নিযুক্ত ডাব্লিউএইচও এর সাবেক প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। মৃত্যুপূর্বে তাঁর বয়স ছিলো ৮৫ বছর বয়স।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post