X

করোনা থেকে সারিয়ে তোলা চিকিৎসকের নামে পুত্র সন্তানের নাম রাখলেন বরিস জনসন

প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ২রা মে, ২০২০

সম্প্রতি করোনায় আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুরুতে হোম কোয়ারেন্টাইনে থাকলেও অবস্থার অবনতি হলে এক পর্যায়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয় তাঁকে। পরবর্তীতে চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে করোনা থেকে আরোগ্য লাভ করেন তিনি। এদিকে গত বুধবার ২৯শে এপ্রিল লন্ডন সময় অনুযায়ী সকাল ৯ টায় লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বরিস জনসন এর স্ত্রী ক্যারি সাইমন্ডস। আজ নিজের ইনস্টাগ্রাম আইডিতে ছবি প্রকাশের মাধ্যমে ক্যারি জানান, তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে “উইলফ্রেড লওরি নিকোলাস জনসন”। তিনি আরো জানান, তাঁদের পুত্র সন্তানের নামের “উইলফ্রেড” অংশ বরিস জনসন এর পিতামহের নাম অনুসারে রাখা হয়েছে। অন্যদিকে “নিকোলাস” অংশ রাখা হয়েছে করোনা আক্রান্ত অবস্থায় বরিস জনসন এর সেবায় নিয়োজিত থাকা দু’জন চিকিৎসক “ডা. নিক প্রিস” ও “ডা. নিক হার্ট” এর নাম অনুসারে।

তথ্যসূত্র: https://edition.cnn.com/2020/05/02/uk/boris-johnson-baby-name-intl-scli/index.html

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post