X

“করোনা ট্রেসার বিডি” অ্যাপ চালু করলো আইসিটি বিভাগ, স্মার্টফোনেই মিলবে সতর্কবার্তা

[প্ল্যাটফর্ম নিউজ, ৬জুন, ২০২০, শনিবার]

করোনা মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।পাশাপাশি বাড়ছে ঝুঁকিও। করোনার এই প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ।

৪জুন, বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ এই অ্যাপটি উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে অ্যাপ তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ এবং স্টার্টআপ সহজ।

করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারির কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারিদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্যকোনো অ্যাপ ব্যবহারকারি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে।

স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর এই অ্যাপটির মাধ্যমে তথ্যসংগ্রহ ও বিশ্লেষণের কাজ করবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন,

“কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করার পর স্মার্টফোনের লোকেশন (জিপিএস) এবং ব্লুটুথ অন রেখে বাড়ির বাইরে বের হলে এটি এক-দুই মিটারের মধ্যে যারা থাকবে তাদের হিস্ট্রিগুলো আমাদের ডাটাবেইসে পাঠাবে। কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সে স্মার্টফোনে অ্যালার্ট পাবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যদি কয়েক দিন পরও করোনা পজিডিভ হয় তাহলেও স্মার্টফোন থেকে সতর্কবার্তা পাওয়া যাবে। সে ক্ষেত্রে ফোন করে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার ইতোমধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত এবং জরুরি খাদ্য সরবরাহে প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে জীবনযাত্রা সচল রেখেছে। করোনা মহামারির বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে। দেশের সকল নাগরিকদের নিজেদের সুরক্ষিত রাখতে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করে কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে।”

৪ জুন গুগল প্লে স্টোরে প্রকাশ করার মাত্র দুই দিনেই ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপের ডাউনলোড লাখ ছাড়িয়েছে। গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে(https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer ) লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Ruhana Auroni:
Related Post