X

চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য “সন্ধানী”র ফ্রি এম্বুলেন্স সেবা

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৩ই মে, ২০২০

আর্ত মানবতার সেবায় নিয়োজিত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন “সন্ধানী”র কেন্দ্রীয় পরিষদের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি করোনা আক্রান্ত চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য
“ফ্রি এম্বুলেন্স সেবা” দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সন্ধানী”র নিজস্ব পেইজ হতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়-

“মানবতার সংগঠন “সন্ধানী” সব সময় ছিল দেশের মানুষের পাশে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান বৈশ্বিক মহামারীতে ফ্রন্টলাইন ফাইটার্স তথা চিকিৎসকদের পাশে দাঁড়াতে সন্ধানীর এই ক্ষুদ্র প্রয়াস। একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে এরকম একটি প্রজেক্ট চালানো খুবই কঠিন কাজ, তারপরও কিছু মানুষের দেয়া সাহস আর সন্ধানী কেন্দ্রীয় পরিষদের একাগ্রতায় আমরা এগিয়ে যাওয়ার সাহস করেছি।
দেশ বা দেশের বাহিরের যে কেউ আমাদের এই প্রজেক্ট পরিচালনার জন্য আর্থিক অনুদান/সহায়তা দিতে চাইলে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাথে যোগাযোগের অনুরোধ রইল।”

উল্লেখ্য, ২৪ ঘণ্টা ফ্রি এম্বুলেন্স সেবাটি শুধুমাত্র ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য হবে। ফ্রি এম্বুলেন্স সেবাটি পেতে নিম্নবর্ণিত নম্বরে যােগাযােগ করতে বলা হয়েছে :
+8801682683811
+8801720682346
+8801771625232
+8801623737641
+8801689062973

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post