X

করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার অর্থোপেডিক স্পেশালিস্ট ও সার্জনের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৯ ই আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

করোনা মহামারীতে শহীদদের সাথে যুক্ত হলেন আরোও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বগুড়ার বিশিষ্ট অর্থোপেডিক স্পেশালিস্ট ও সার্জন ডা. মো. রেজওয়ানুল বারী শামীম। ৯ই আগস্ট দুপুর বেলা ০২.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি র’জিউন)।

ছবিঃ শোক সংবাদ

প্রসঙ্গত, তিনি কোভিড পজিটিভ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানে আজ দুপুর ২.৩০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

ডা. মো. রেজওয়ানুল বারী শামীম ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ৩০ তম ব্যাচের একজন মেধাবী ছাত্র। এছাড়া তিনি ২১ তম বিসিএস হেল্থ ক্যাডার অফিসার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post