X

করোনায় আক্রান্ত হয়ে ঢামেকের প্যাথলজী বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৫ ফেব্রুয়ারি, ২০২১, শুক্রবার

করোনা মহামারীতে শহীদদের সাথে যুক্ত হলেন আরো একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হিস্টোপ্যাথলজিস্ট ডা. নাজমুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২১, শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

কোভিড -১৯ আক্রান্ত হয়ে দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসারত ছিলেন। পরবর্তীতে আজ বিকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো প্রায় ৬৩ বছর।

ডা. নাজমুল হক ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের একজন মেধাবী ছাত্র। মৃত্যুপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজী বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post