X
    Categories: COVID-19

করোনায় ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশের ১০ জন চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১০ ডিসেম্বরে, ২০২০, বৃহস্পতিবার

সম্প্রতি, করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে ডিসেম্বরের শুরু থেকেই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অধিক হারে চিকিৎসক মৃত্যুবরণ করবার খবর পাওয়া গিয়েছে। পহেলা ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিগত ৯ দিনে দেশের আরো ১০ জন মানবসেবায় নিবেদিতপ্রাণ চিকিৎসক যুক্ত হয়েছেন করোনায় শহীদ চিকিৎসকদের কাতারে।

তাঁরা হলেন- ঢাকা মেডিকেল কলেজের সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. বজলে কাদের (১/১২/২০), সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. শেখ শাহাজাহান(৩/১২/২০),
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শামসুল হক
(৩/১২/২০), প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ কিউ এম মুজিবুল হক( ৫/১২/২০), বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারের এসিসট্যান্ট চীফ মেডিকেল অফিসার ডা. এ বি এম মিজানুর রহমান একান্ত(৫/১২/২০), যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডা. এ কে এম আমিরুল হুদা কালাম(৫/১২/২০), ইস্টার্ন মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. আইরিন মেহরাজ(৫/১২/২০), স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এসিট্যান্ট ডিরেক্টর ডা. মোঃ হাবিবুর রহমান( ৬/১২/২০), বীর মুক্তিযোদ্ধা মনোরোগ বিশেষজ্ঞ ডা. লে. কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান(৭/১২/২০) এবং সনোলজিস্ট ডা. সাইদুল ইসলাম(৯/১২/২০)।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে উক্ত চিকিৎসকদের প্রায় সকলেই সংক্রমণজনিত জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যমতে, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এবং কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শহীদ চিকিৎসকদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন।

তথ্যসূত্রঃ
ওয়াসিফ হোসেন
প্ল্যাটফর্ম এক্টিভিস্ট
প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

হৃদিতা রোশনী:
Related Post