X
    Categories: COVID-19

করোনায় আক্রান্ত হয়ে দেশবরেণ্য অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর সহধর্মিণীর মৃত্যু

ছবি: প্রতীকী

প্ল্যাটফর্ম নিউজ, ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার

করোনায় আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, মেডিসিনের দেশবরেণ্য অধ্যাপক ডা. এবিএম আবদুল্লার সহধর্মিণী মাহমুদা পারভীন (পার্সি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

আজ ২ ফেব্রুয়ারি, ২০২১ ইংরেজি তারিখ মঙ্গলবার দুপুর ২.৩৫ মিনিটে কোভিড জনিত জটিলতায় গ্রীণলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিগত ডিসেম্বর, ২০২০ এ করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার পর পজিটিভ আসলে চিকিৎসা নিতে রাজধানীর গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। পরবর্তীতে তাঁর স্ত্রীর নমুনা পরীক্ষার পর বিগত ১৮ই ডিসেম্বর পজিটিভ রিপোর্ট এলে পরবর্তীতে একই হাসপাতালে ভর্তি হন তিনিও। চিকিৎসার এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রীন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেইসাথে তাঁর অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় ভেন্টিলেটরের সাহায্যে চিকিৎসা প্রক্রিয়া চলমান রাখা হয়। উল্লেখ্য, তিনি তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

হৃদিতা রোশনী:
Related Post