X
    Categories: COVID-19

করোনায় আক্রান্ত হয়ে স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞের চিরবিদায়

প্ল্যাটফর্ম নিউজ, ২৮শে ডিসেম্বর ২০২০, সোমবার

করোনায় আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন আরো এক স্বনামধন্য চিকিৎসক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং দেশের ফাদার অফ পালমোনলজী হিসেবে খ্যাত অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।)

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ, ২৮শে ডিসেম্বর, ২০২০ সোমবার ভোর ৫:৩০ মিনিটে বিএসএমএমইউ এর আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি বিগত কয়েক মাস যাবত গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এ ভুগছিলেন তিনি‌।

অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক ছিলেন ঢাকা মেডিকেলের প্রাক্তন ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাজ্য ও জার্মানিতে চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। পরে দেশে ফিরে যোগ দেন সরকারি চাকরিতে।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে অর্ধশতকের বেশি সময় তিনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে গিয়েছেন। মৃত্যুকালে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এ কে এম শামসুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

হৃদিতা রোশনী:
Related Post