X
    Categories: COVID-19

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনী কনসালটেন্টের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ২ আগস্ট, ২০২১, সোমবার

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের আরো এক চিকিৎসক, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনী কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)

জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উক্ত গাইনী কনসালটেন্ট ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। পরবর্তীতে
আজ, ২ আগস্ট ২০২১ ইংরেজি তারিখ সোমবার বিকাল ৬:২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৫০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী ও তাঁর সহকর্মীদের মাঝে।

চিকিৎসক ডা. জাকিয়া রশীদ শাফীর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

হৃদিতা রোশনী:
Related Post