X

কক্সবাজারে অনুষ্ঠিত হলো ডেঙ্গু বিষয়ক সচেতনতার ক্যাম্পেইন

Awareness Campaign On Dengue Fever.

Organized by Marqee Foundation
In Associated With Platform
Supported by Digital Hospital Cox’s Bazar.

আমরা আজ কক্সবাজার জেলার ছয়টি স্কুলে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করি।

শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো- কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়,
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, খুরুশকুল উচ্চবিদ্যালয়, সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলি চাইল্ড স্কুল৷

ক্যাম্পেইনে সচেতনতামূলক বক্তব্য দিয়েছি আমরা দুইজন মেডিকেল কলেজের শিক্ষার্থী।
আমি এবং কক্সবাজার মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহম্মদ ওমর ফারুক৷

যাদের সহায়তার জন্য কৃতজ্ঞ তারা হলেন- কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আব্দুর রহমান চৌধুরী স্যার এবং কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. রঞ্জন স্যার এবং মার্কি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল  কক্সবাজার ডিজিটাল হাসপাতালের পরিচালক হাসনা হুরাইন আইরিন আপু৷

দিনব্যাপী ক্যাম্পেইনে আমাদের সাথে মার্কি ফাউন্ডেশনের সদস্যরা কাজ করেছেন। বিশেষ করে ইনজামামুল হক, শাফকাত শাহরিয়ার, মুরাদ মোক্তাদির ত্বোহা,  নুরুল হাসান, অমিত বড়ুয়া, কামরান শাহরিয়ার শান্ত, সিরাজুল মনির আসনাদ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

“ক্যাম্পেইনে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম। আমরা যতটা না ডেঙ্গুর ব্যাপারে সচেতন তার চেয়ে বেশি বিভ্রান্ত। ভুল তথ্য ও গুজবে আমরা জর্জরিত। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমুহকে এ বিষয়ে কাজ করতে হবে। “

ডেঙ্গুর ভয়াল থাবা থেকে সবাই নিরাপদে থাকুক। সবার জীবন হোক আনন্দের।

মূল লেখক
শেখ লুৎফুর রহমান তুষার
সেশনঃ ২০১৫-২০১৬
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
সুমাইয়া নার্গিস
শতামেক ( ২০১৬/১৭)

Special Correspondent:
Related Post