X

এম এইচ শমরিতা হাসপাতালে শুরু হলো কোভিড-১৯ চিকিৎসা


প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই, ২০২০, শুক্রবার

বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা প্রদান শুরু হয়েছে।

গত ১ জুলাই থেকে এম এইচ শমরিতা হাসপাতাল কোভিড-১৯ রোগীদের চিকৎসা ব্যবস্থা শুরু করে। অত্র হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ আই. সি. ইউ. রয়েছে। আই. সি. ইউ. তে কোভিড-১৯ রোগীদের জন্য ভেন্টিলেশনের ব্যাবস্থা রয়েছে। উক্ত বিভাগের সার্বিক দায়িত্বে আছেন ডা. তারিক রেজা। ডা. তারিক রেজার তত্ত্বাবধানেই কোভিড-১৯ চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। এছাড়াও দক্ষ আই.সি. ইউ. মেডিকেল অফিসার রয়েছেন যারা পালাক্রমে রোগীদের সেবায় নিয়োজত আছেন।

ক্যাম্পাস প্রতিনিধি/মো: সাদীউল ইসলাম

Platform:
Related Post