X

এতিম ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের পাশে সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ৫ মে ২০২০, মঙ্গলবার

গত ১ মে, শুক্রবার সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টীম (কিশোরগঞ্জ জেলা) এর পক্ষ থেকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় “নুরুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ ১০০ জন বাচ্চার একবেলার খাবারের আয়োজন করা হয়। এই লকডাউনে সকল শিক্ষা প্রতিষ্টান ছুটি, তবে খোলা রয়েছে কিছু প্রতিষ্ঠান। দেশে কয়েকশ এতিমখানা রয়েছে যেগুলো এই পরিস্থিতিতেও খোলা আছে। যেসব এতিমখানা গুলো আর্থিক সমস্যার কারনে বর্তমানে হিমশিম খাচ্ছে, তাদের সহযোগিতায় এগিয়ে আসবে সন্ধানী।

তারই, ধারাবাহিকতায় গত ২ মে,শনিবার সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টীম (রংপুর) এর পক্ষ থেকে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর পাড়ে বসবাসকারী শ্রমজীবি মানুষদের (যারা রিক্সাচালায় বা দিনমজুরি করে সংসার চালাতো) তাদের মাঝে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অর্থায়নে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।লকডাউনের এই দিন গুলোতে মানবতার পাশে দাঁড়ানোর সামান্য প্রচেষ্টা সন্ধানীর।

রাফায়েত হোসেন সৌরভ
নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post