X

ইন্ডিয়া অটিজম সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার জিতল IFMSA বাংলাদেশ

ইন্ডিয়া অটিজম সেন্টার আয়োজিত কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটিতে ১০ থেকে ১২ জানুয়ারি আয়োজিত অটিজম সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা পুরস্কার জিতেছেন টিম IFMSA (International Federation of medical students association) বাংলাদেশ।

সর্বমোট 25 টি নির্বাচিত পোস্টার উপস্থাপনার মধ্যে তারা এই পুরস্কার জিতেছেন। ডা. রোনাল্ড বি লিফ, জোয়ান লারা, বিশ্মদেব চক্রবর্তী, কেভিন গের্শ, লরি আনুম্ব এবং বিশ্বজুড়ে মোট 32 জন বক্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে মোট ৭ জন এমবিবিএস শিক্ষার্থীর একটি দল এই সম্মেলনে অংশ নিয়েছিলেন – মুমতাহিনা ফাতিমা, আলভী আহসান, মোস্তফা আরাফাত ইসলাম, রাইসা নাওয়াল মাহবুব, শেফাত আলম প্রান্তো, শায়িকা শফিক এবং এস.ইউ. হাবিবা ড্যাফোদি। তাদের উপস্থাপনার মূল শিরোনাম ছিল “বাংলাদেশের দ্বিতীয়-চতুর্থ ফেজের এমবিবিএস শিক্ষার্থীদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কিত জ্ঞান”।

নিজস্ব প্রতিবেদক/ শুভাশীষ সরকার

হৃদিতা রোশনী:
Related Post