X

ইদ উপলক্ষে শতাধিক পরিবারকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সহায়তা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে ২০২০, শুক্রবার:

কোভিড-১৯ পরিস্থিতির শুরু থেকেই অসহায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ।
পবিত্র রমজানের শুরুতেই মাসব্যাপী কর্মহীন নির্মাণ শ্রমিকদের খাদ্য সহায়তার ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান। তারই প্রেক্ষিতে পবিত্র ইদ-উল-ফিতরকে সামনে রেখে কর্মহীন অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২২ মে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল ও আব্দুল হালিম খান ফাউন্ডেশন (ahkfoundation.org.bd) এর অর্থায়নে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ কেজি চিনি ও গরম মসলা বিতরণ করা হয়।

প্রসঙ্গত, পুরো রমজান মাস জুড়ে প্রতি সপ্তাহেই এই খাদ্য সহায়তা চলমান ছিলো।

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

Platform:
Related Post