X

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের ‘স্টেডিয়াম ৯৭৪’-এর প্রধান চিকিৎসকের দায়িত্বে বাংলাদেশের ডা. আয়েশা

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২২, মঙ্গলবার

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এর স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত থাকবেন বাংলাদেশি নারী চিকিৎসক চট্টগ্রামের মেয়ে ডা. আয়েশা পারভিন।

ছবিঃ কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে থাকবেন ডা. আয়েশা পারভিন।

এছাড়াও ৯৭৪ স্টেডিয়ামে ২০২১ সালের শেষদিকে অনুষ্ঠিত আরব কাপের দায়িত্বরত ছিলেন বাংলাদেশি এই চিকিৎসক।

কাতারের হামাদ মেডিকেলে কর্মরত আয়েশা এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেন, ‘২০২১ সালে ফিফা আরব কাপে ৯৭৪ স্টেডিয়ামে ফিজিশিয়ান কাজ করেছিলাম। আশা করছি, ২০২২ সালের কাতার বিশ্বকাপেও অংশগ্রহণ করব। একজন বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য খুবই গর্বের বিষয়।’

বাংলাদেশি এ চিকিৎসকের সাফল্যে খুশি পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে বাংলাদেশি কমিউনিটি। আয়েশা পারভীনের স্বামী ডা. মাহফুজুল করিম জামসেদ ফিফা বিশ্বকাপের মতো এমন বড় আয়োজনে তার স্ত্রীর অংশগ্রহণে আনন্দিত।

এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কাতার বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোতে প্রবাসী বাংলাদেশিরা শ্রম দিয়েছে। মহামারির সময়ে আমরা দেখিছি আমাদের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছেন। একইভাবে কাতার বিশ্বকাপে যে সব কাজ হবে বা হচ্ছে সেখানে তারা ভূমিকা রেখছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গত আরব কাপে অনেক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বকাপেও অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সঙ্গে একযোগ হয়ে কাতার বিশ্বকাপে যে সব দর্শনার্থী আসবেন, তাদের সঙ্গে আমাদের সংস্কৃতিকে পরিচিত করে তোলার চেষ্টা করবে।’

প্রসঙ্গত ‘স্টেডিয়াম ৯৭৪’এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে জাহাজের হাজারো কনটেইনার। ভেন্যুটির অবস্থানও দোহা পোর্টের খুব কাছে। মজার ব্যপার হচ্ছে, ‘৯৭৪’ হচ্ছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। বিশ্বকাপের পর ‘স্টেডিয়াম ৯৭৪’-কে পুরোপুরি ভেঙে ফেলা যাবে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।

স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো প্রযুক্তির দরকার হবে না। এটির তাপমাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত থাকবে। ‘স্টেডিয়াম ৯৭৪’ এ বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পর্যন্ত মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।

Sadia Kabir:
Related Post