X

আমেরিকান পৃথিবী রাজত্ব করছেন যে বাংলাদেশি চিকিৎসক

একজন বাংলাদেশী-আমেরিকান পৃথিবী রাজত্ব করতে যাচ্ছে!

ক্যালিফোর্নিয়া,নিউইয়র্ক,ওয়াহিও,আলাস্কা,টেক্সাস,কলোরাডো,ওয়াশিংটন,জর্জিয়া, ভার্জিনিয়া,ম্যারিল্যান্ড,নিউজার্সি সহ সব বড় বড় স্টেট মিলিয়ে তার জমির পরিমাণ ৭ হাজার একর!

বারাক ওবামা,বিল গেটস,স্টিভ জবস, হিলারী ক্লিন্টন সহ আমেরিকান বিশেষ বরেন্যরা তার ঘনিষ্ঠ বন্ধু!

তার নামে আমেরিকায় ৫৫ কিলোমিটার একটি সড়কের নামকরন করা হয়েছে!

উনার তৈরী গ্রুপ অফ কোম্পানী কেপিসি গ্রুপ যা আমেরিকার সব থেকে বড় কয়েকটি মাল্টিন্যশনাল কোম্পানী গুলোর মাঝে একটি।

কেপিসি গ্রুপের রয়েছে আমেরিকায় ৩০ লাখ বর্গফুটের একটি বানিজ্যিক প্রতিষ্ঠান!

তার মালিকানায় আছে বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বমানের ২৬ টি মেডিকেল কলেজ এবং হাসপাতাল! !

৫ হাজার চিকিৎসক এই মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছেন যার বেশিরভাগই মার্কিনী চিকিৎসক! !

বিশ্বে ৮টি দেশে আছে তার কেপিসি গ্রুপের ২৫ টিরও বেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান।ভারতে আছে তার ১৬ টি চা বাগান। যার একটির আয়তন ৫০ হাজার একর।

ক্যালিফোর্নিয়ায় তিনি যে বাড়িটিতে থাকেন তার আয়তন ৩.৫ বর্গ কিঃমিঃ।

পূর্বাচলের কাছাকাছি তিনি তৈরী করতে যাচ্ছেন ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২ হাজার কোটি টাকা ব্যায়ে ১৪২ তলার একটি টাওয়ার যা বিশ্বের ৩য় বৃহত্তম টাওয়ার হিসেবে স্বীকৃতি পাবে।

বাংলাদেশ সরকার তার এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছে।

ভাবছেন একজন বিশিষ্ট ব্যবসায়ীর কথা কেন বলছি?
–কারন, তিনি ডাঃ কালী প্রদীপ চৌধুরী। একজন বাংলাদেশী বিশ্ববরেন্য অর্থপেডিক চিকিৎসক যার রেজিস্ট্রেশন আমেরিকার অর্থোপেডিক সোসাইটিতে আছে।

চিকিৎসক হিসেবে কর্মজীবপ্ন শুরু করলেও তিনি আমেরিকায় বিশিষ্ট ব্যবসায়ী এবং ইন্টারপ্রেনার বনে যান প্রবল ইচ্ছায়!

কেপিসি গ্রুপের ওয়েবসাইটঃ http://www.thekpcgroup.com/kpc.html

তথ্য ঃ জাহিদ হাসান,প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং চিফ

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (3)

Related Post