X

আমাকে তুমি হত্যা করবে জেনেও: ডা. আবদুন নূর তুষার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুন, ২০২০, বৃহস্পতিবার

ডা. আবদুন নূর তুষার

আমাকে তুমি হত্যা করবে জেনেও
আমি নীরবে গুণি তুলোর মতো মেঘ,
অন্ধকার আকাশে অগণতি তারা,
খুঁজি মধ্যগগনে চাঁদ।
আমি মানুষ বলেই হয়তো তীব্র তমিস্রায়
জেগে থাকি, বেঁচে থাকি বুক ভরা আশায়
ভালোবাসায়।

কি আর পেয়েছি বলো এই জীবনে,
একফালি জীবন ছাড়া?
দুঃখ, সুখ, বেদনা, আনন্দ, সাফল্য, ব্যর্থতায়,
কেবলি কিছুটা সময় পার করা।

ডা. আবদুন নূর তুষার

এতটুকু সময় থেকে, বাকিটুকু কেড়ে নিতে
তোমার কি বিশাল আয়োজন!
তোমার জাবেদা বইয়ে আমি হবো নিরর্থক এক ঘোষণায় মৃতের তালিকার বেফুজুল সংখ্যা।
আমার মৃত্যু কোন সমস্যা নয় এই কথা বলে,
দুনিয়াতে কতজন মরে গেছে তার সাথে তুলনা করে-
কোন এক মহাআহাম্মক বক্তৃতা দেবে।
বলবে, আমার কয়েক ঘন্টা বেশি বেঁচে থাকার কৃতিত্ব,
অথবা কিছুটা দেরীতে মৃত্যু, দুটোরই কৃতিত্ব তাদের।

আমি কি অসুস্থ ছিলাম?
জানবো কি করে?
ভাড়াটিয়া জ্বী – হুজুর পরীক্ষক দল,
পরীক্ষা করেছে ভুল, দিয়েছে ফেলে নমুনা আবর্জনায়।
দিয়েছে মিথ্যে পত্র, ভুয়া ফলাফল,
আমার সময় কেটেছে মিথ্যা আশ্বাসে।
কিছুই হয়নি আমার, হবে না কখনো,
দেখি ওরা দাঁত কেলিয়ে হাসে।

বুঝিনি মূর্খ আমি, নেই কোন মৃত্যুভয়,
এখানে অসুস্থ হতেও নাকি,
আগে অনুমতি নিতে হয়!

আমার হত্যা সংবাদ নিশ্চিন্তে বলবে তাই,
সাজিয়েছো সংবাদ বিবৃতি।
সারি সারি ক্যামেরা, মাইক্রোফোন, সম্প্রচার সরাসরি।
আর আমি এখনো হিসাব করি-
ছেলের দুকৌটা দুধ,
মেয়েটির স্কুলের খরচ,
বাড়িভাড়া, বাসভাড়া,
চাকুরীর কেটে নেয়া বেতন।
চলে গেলে এই দাসবৃত্তি,
কোথা থেকে আসবে চাল, ডাল, তেল, চিনি, নুন
কাল যদি হয়ে যাই খুন?

আমি খুলে দেই জানালাকবাট,
পাখিদের ওড়াউড়ি,
লম্বা লেজের লাল ঘুড়ি,
আমাকে তুমি হত্যা করবে জেনেও দুঃখ পাই না।
আমি বরং বুক ভরে শ্বাস নেই,
জানি আমি কাল থেকে এটাও পাবো না।

কিনবো বোতলভরা জীবনের শেষকিছু পূর্ণ নিঃশ্বাস,
সেটাও ফুরিয়ে যাবে, তারো আগে ফুরোবে সময়।
তারপরো করবো বিশ্বাস,
এভাবেই আমাদের চিরকাল চলে যেতে হয়।

তাই বলে থামবে না জীবন এই খানে,
হয়তো উঠবো জেগে তৃণ হয়ে কোন উদ্যানে।

একদিন খুঁড়ে ইতিহাস,
কোন এক নবীন মানুষ
খুঁজে নেবে প্রতিটি সংখ্যা থেকে একেকটা নাম
তার সাথে ক্ষুদ্র পরিচয়।

মনে রেখো ইতিহাসে একটা দিনই আমাদের হয়।

তোমাদের নাম উচ্চারিত হবে,
সমবেত সুউচ্চ ঘৃণায়।

ছিল না সামান্য ক্ষমতা,
দাওনি বলার স্বাধীনতা।
যে কথা বলিনি আমি, আমরা সকলে
দেখবে নতুন দিনে প্রতিজন সেকথাই বলে।

সেইদিন বিচারের দিন,
রৌদ্রকরোজ্জল কোন এক নীলরং আকাশের দিন,
সেদিন বৃষ্টি নেই, নেই কোন মনখারাপের গান।

সেইদিন ফেরত পাবে সবটুকু অবহেলা, সব অসম্মান।
মুছে যাবে চিরতরে,
তোমাদের খ্যাতি ও ক্ষমতা।

জেনে রেখো ইতিহাস গড়ে যারা,
টিকে থাকে শুধু তারা।
সংগ্রাম ও রক্তে লেখা,
আজ তারা নামহীন, অজানা জনতা।

Subha Jamil Subah:
Related Post