X

আইনজীবীদের কোভিড চিকিৎসায় বরাদ্দ ৬টি হাসপাতাল

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন ২০২০, মঙ্গলবার

ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ৬টি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে যেখানে তারা চিকিৎসা নিবে।


হাসপাতাল গুলো হলঃ
১) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল
২) আনোয়ার খান মডার্ন হাসপাতাল
৩) উত্তরাস্থ ইস্ট – ওয়েস্ট হাসপাতাল
৪) শমরিতা হাসপাতাল
৫) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
৬) বারডেম জেনারেল হাসপাতাল

২৯ জুন ২০২০ (সোমবার) ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য উল্লেখিত হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার সুযোগ প্রদানের জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী খান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে গত ২৮ জুন (রবিবার) ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজারেরও বেশি আইনজীবী সদস্যদের চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করা হয়েছে। ওই আবেদনে ঢাকার ছয়টি হাসপাতালে চিকিৎসা সুবিধাসহ সমিতির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জেলা জজ আদালত এলাকায় করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল।

Silvia Mim:
Related Post